এমসি কলেজ ছাত্রাবাস পুড়ানোর মামলায় হাজিরা দিলেন ছাত্রলীগের ১০ জন
সিলেট: সিলেটের মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাস পুড়নোর ঘটনায় ছাত্রলীগের ১০ নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন। বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে নাম আসা অভিযুক্ত ২৯ জনের মধ্যে তারাও ছিলেন। রোববার সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতে হাজিরা দিয়েছেন তারা। তবে, অন্য আসামীরা এখনও পলাতক। আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পূর্ব নির্ধারিত তারিখ হওয়ায় দশজন আসামী হাজিরা দিয়েছেন। তারা সকলেই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন বলেও জানান তিনি। আদালতে হাজিরা দিতে আসা আসামীরা হলেন- তৎকালীন সিলেট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বর্তমানে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা এডভোকেট আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক (বরখাস্ত) সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সৌরভ দাস, যুবলীগ নেতা বাবলা ও আবু সরকার (বহিরাগত, শ্রমিক লীগের সাবেক সভাপতি)।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর সিলেটের চিফ মেট্রোপলিটন আদালতে প্রতিবেদন দাখিল করার পরদিন তদন্তে উঠে আসা ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা। ২০১২ সালের ৮ জুলাই এমসি কলেজে ছাত্রশিবির ও ছাত্রলীগের সংঘর্ষের জের ধরে ছাত্রাবাসে দেওয়া আগুনে ১, ২ ও ৪ নম্বর ব্লক সম্পূর্ণরুপে ভস্মীভূত হয়।