এম.এ মান্নান মেধা বৃত্তি পরীক্ষা শনিবার
দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামের ঐতিহ্যবাহী উত্তরন ক্লাবের ব্যবস্থাপনা ও পরিচালনায় ও ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজের সহযোগীতায় শনিবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী এম.এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা। জানা যায় এই মেধা বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে দক্ষিণ সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামে এখন সাজ সাজ রব। ব্যানার,ফেস্টুন আর গেইটে ছেয়ে গেছে আশপাশের এলাকা। নানান পেশার মানুষ এই আনন্দে সামিল হচ্ছেন। বৃত্তি পরীক্ষার ভেন্যু ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজও সেজেছে নতুন সাজে। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ এম.এ মান্নান এই মেধা বৃত্তি পরীক্ষায় গত ১৫ বছর ধরে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। বৃত্তি পরীক্ষা পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রী ইতিমধ্যে গ্রামের বাড়ি ডুংরিয়া অবস্থান করছেন। এদিকে উত্তরন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান সুজন জানান প্রতিবারের ন্যায় এবারও সুনামগঞ্জের তিন উপজেলা সদর, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের প্রায় ৭০০ পরীক্ষার্থী এম.এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে। তিনি আরও জানান নিরাপত্তা শৃংঙ্খলার স্বার্থে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবেন।