ছাতক  :: পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন‚ উন্নয়নের স্বার্থে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে জননেত্রীর ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে। রবিবার বিকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেজাউরা-হাশারুচর গ্রামবাসীর উদ্দোগে কেজাউরা প্রাথমিক বিদ্যালয় মাঠে এমপি মানিক কে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরও বলেন বর্তমান সরকারের মেয়াদে ছাতক উপজেলার প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ সড়কের উন্নয়নের কাজ সম্পুর্ণ করা হবে। আগামী সংসদ নির্বাচনের আগে প্রতিটি গ্রামে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এলাকার উন্নয়ন কে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নিজেদের মধ্যে ফাটল ধরাতে চায়। তাই ঐক্যবদ্ধ থাকুন‚ নৌকায় ভোট দিন উন্নয়ন হবে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে গ্রামবাসীর উদ্দোগে আয়োজিত সভায় সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এসময় বৃষ্টির কারন অনুষ্ঠান সংক্ষিপ্ত হওয়ায় একই স্থানে এই মাসের মধ্যে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠান করার ঘোষণা দেন গ্রামবাসী।

স্থানীয় মকছুদুর রহমানের পরিচালনায় ও বিশিষ্ট মুরব্বী আব্দুর রহিমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আশিক উদ্দিন বিপ্লবী‚ বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলার আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাহাদাত লাহিন‚ আফজাল হুসেন‚ উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ গাবুরগাও দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কামরুজ্জামান‚ ইউপি সদস্য নুরুজ্জামান শামীম‚ আলী আহমদ‚ আব্দুল হামিদ‚ শামছুল হুদা‚ জামাল উদ্দিন‚ উপজেলা শিক্ষা কমিটির সদস্য খায়রুল হুদা। উপস্থিত ছিলেন ছাতক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন‚ তথ্য ও গবেষণা সম্পাদক আঙ্গুর আলম‚ যুবলীগ নেতা রুবেল দাশ‚ সাইফুল ইসলাম‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাতক উপজেলা ছাত্রলীগ নেতা শিপলু আহমদ‚ লুত্ফুর রহমান লিটন‚ মাহবুব আলম‚ লায়েক আহমদ‚ চরমহল্লা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আকমল হুসেন‚ ইউপি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম‚ সাংগঠনিক সম্পাদক খালেদ খান প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn