হেলাল উদ্দীন রানা, যুক্তরাষ্ট্র থেকে- ডেমোক্রেট পার্টি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ নিশ্চিত করলেও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্ন অবশেষে পরিত্যাগ করতে হবে।অন্তত পূর্বাভাস এমনই। তবে কলারাডোয় বর্তমান সিনেটর করি গার্ডনারকে হারিয়ে জন হিক্যানলোপার যে একটি আসন ছিনিয়ে এনেছেন এটি নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে ডেমোক্রেটদের। বর্তমানে সিনেটে দুই পক্ষ সমান সমান অথাৎ ৪৮ বনাম ৪৮। ৪টি আসনের ফলাফল পাওয়া যায়নি এখনো। রিপাবলিকান পার্টি এ পর্যন্ত একটি আসন হারিয়েছে। মাইনোরিটি নেতা ডেমোক্রেট চ্যাক শুমারের সিনেট মেজরেটি লিডার হওয়ার স্বপ্ন আপাতত মিড টার্ম নির্বাচন ২০২২ সাল পর্যন্ত তুলে রাখতে হবে বলেই মনে হচ্ছে। মেইনে হারতে হারতে জিতে গেছেন রিপাবলিকান সিনেটর সুজান কলিন্স। অবস্থা বেগতিক দেখে দ্রুত মুখ ফিরিয়ে নেন প্রেসিডেন্ট ট্রাম্পের থেকে। সুপ্রিম কোর্টের ট্রাম্পের মনোনয়ন এ্যামি কোনি ব্যারেটেকে সমর্থন করেননি। তার কৌশল শেষ পর্যন্ত ফল দিয়েছে। সিনেটে মেজরেটি নেতা হিসেবে রিপাবলিকান মিচ ম্যাক কর্ণেলই থাকছেন শেষ পর্যন্ত।