কতিপয় শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছেন:শিক্ষামন্ত্রী
সিলেট :: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘সবার সহযোগিতায় আমরা যুগোপযোগী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন করেছি। সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইন মানতে হবে। শর্ত মেনে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কেই স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। এ শর্ত না মানলে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন বাতিল করে দেব। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে এ শর্ত না রাখতে অনেকেই চাপ দিয়েছেন, কিন্তু আমরা সিদ্ধান্ত থেকে সরে আসিনি।’ মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের প্রথম ভবনের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ওই ভবন উদ্বোধন করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি তাদের স্থায়ী ক্যাম্পাসের প্রথম ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন যাত্রা শুরু করেছে। এ বিশ্ববিদ্যালয়ের উপর আমাদের আস্থা আছে। এটি আরো অনেক দূর এগিয়ে যাবে।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমাদের শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে আধুনিক, উন্নত বাংলাদেশ বিনির্মাণের সহযোগি হিসেবে গড়ে তোলা। গতানুগতিক শিক্ষায় এটা হবে না, এজন্য প্রয়োজন আমূল পরিবর্তন। একজন শিক্ষার্থীকে শুধু শিক্ষা নয়, সৎ, ভালো ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।’ ‘শিক্ষকদের স্থান সবার উপরে’ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিন্তু দুঃখের বিষয়, কতিপয় শিক্ষক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। এ থেকে তাদের বেরিয়ে আসতে হবে।’ মন্ত্রী বলেন, ‘শিক্ষায় সিলেট একসময় পিছিয়ে ছিল। কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়ে সিলেটকে জাতীয় পর্যায়ে সমানতালে এগিয়ে নিয়ে এসেছি।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী। মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারি প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল এসএম পারভেজ, ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাছত আলী, কুয়েতে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আসহাব উদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।