কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল কিনবে বাংলাদেশ
কম্বোডিয়ার কাছ থেকে ১০ লাখ টন চাল কিনবে বাংলাদেশ। আগামীকাল দু’দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির সংবাদ মাধ্যম খেমার টাইমস। মন্ত্রণালয়ের মুখপাত্র সোয়িউং সোফারি বলেন, ‘এ চুক্তির অধীনে বাংলাদেশ ৫ বছরে কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করবে।’ তিনি আরও জানান, বুধবার নম পেনের দেশটির বাণিজ্য মন্ত্রণালয়েল সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করবেন।