কানাডায় রাজনৈতিক আশ্রয় নেবেন এস কে সিনহা!
সাইফুল্লাহ মাহমুদ দুলাল–
প্রধান বিচারপতি এস কে সিনহা আজ স্থানীয় সময় বেলা চারটায় চায়না-সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে টরন্টোতে পৌঁছেছেন। ছুটি শেষে সিনহার দেশে ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ায় বড় মেয়ে সূচনা সিনহার কাছ থেকে কানাডায় বসবাসরত ছোট মেয়ে কন্যা আশা সিনহার কাছে চলে আসেন। আসার পথে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। জানা গেছে, সিনহা স্থায়ীভাবে বিদেশে থাকার জন্য অস্ট্রেলিয়া, কানাডা এমন কি যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো সুবিধাজনক জায়গা খুঁজছেন। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, যেহেতু মেয়ে কানাডার ম্যানিটোবায় থাকেন, সেই দিক বিবেচনা করে এখানেই থাকবেন এবং রাজনৈতিক আশ্রয় নিবেন! তবে তিনি এখনো ম্যানিটোবায় যাননি। সিনহা টরন্টোতেই অবস্থান করলেও তাঁর স্ত্রী সুষমা সিনহা ঢাকায় রয়েছেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সিনহা ব্যক্তিগত সফরে কানাডায় এসেছিলেন মেয়ের কাছে।