কূটনীতিমুখী বিএনপি
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বিএনপি। এ নিয়ে দেশে ও বিদেশে কাজ করছেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা।
২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দৈনিক আলোকিত বাংলাদেশ-এ ‘কূটনীতিমুখী বিএনপি‘ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হয়েছে প্রভাবশালী তিন কূটনীতিকের। এসব বৈঠকে নতুন নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান এবং বক্তব্য তুলে ধরা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, আগামী নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও ঐক্য প্রচেষ্টার অংশ হিসেবে কূটনীতিকরা তৎপরতা শুরু করেছেন। এরই অংশ হিসেবে সম্প্রতি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেছেন প্রভাবশালী কয়েকটি দেশের কূটনীতিক। তবে এর পেছনে বিএনপির পক্ষ থেকে নেওয়া উদ্যোগও কাজ করছে।
সংশ্লিষ্টরা আরও জানান, দেশে নির্বাচনী দামামা বেজে উঠলে রাজনৈতিক দলগুলো যেমন সক্রিয় হয়ে ওঠে, তেমনই পরিস্থিতি বুঝতে কূটনীতিকদেরও তৎপরতা বেড়ে যায়। রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিদেশিদের কাছে তাদের দল সম্পর্কে ইতিবাচক ধারণা তুলে ধরতে চায়। তাই কূটনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পেছনে উভয় পক্ষেরই উদ্যোগ কাজ করছে।