কৃষি ব্যবস্থা সমৃদ্ধ মানেই দেশ ও জাতি সমৃদ্ধ-আলতাবুর রহমান
ছাতকে কৃষিক্লাব এবং তথ্য-পরামর্শ কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ নতুন বাজারে কৃষিক্লাব এবং তথ্য ও পরামর্শ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান বলেন, কৃষক হলো এদেশের প্রধান অর্থিনীতিবিদ। দেশের অর্থনীতি সচল রাখতে কৃষক ও কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে। কৃষিতে সমৃদ্ধ মানেই দেশ ও জাতি সমৃদ্ধ। তিনি গণমাধ্যমের প্রসংশা করে বলেন, কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিতে যুগান্তকারী ভুমিকা পালন করে যাচ্ছেন তারা। কৃষিসেবা কৃষকদের হাতের নাগালে পৌছে দিতেই উপজেলা পরিষদ উপজেলার বিভিন্ন এলাকায় ৮টি কৃষি ক্লাব প্রতিষ্ঠার করার অংশ হিসেবে এ কৃষিক্লাব উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুলের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক জাহেদুল হক, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ওসমানী বিমানবন্দরের উপ-পরিচালক(কোয়ারেন্টাইন) আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, সিলেট বেতার কৃষি কর্মকর্তা(কৃষি তথ্য সার্ভিস) মোহাইমিনুর রশীদ, কৃষি গবেষক নজরুল ইসলাম, মাজহারুল ইসলাম, ওসি(তদন্ত) আশরাফুল ইসলাম, এফআইভিডিবি পরিচালক জাহিদ হোসেন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, দৈনিক আমাদের সময় সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদার, কৃষক আশরাফুর রহমান চৌধুরী, মাও. আব্দুল রকিব, মাও. মুজিবুর রহমান প্রমুখ। সভা শেষে ৩শ’ ২৫জন কৃষকের মাঝে এফআইভিডিবি ও হারভেষ্ট প্লাসের দেয়া উচ্চ ফলনশীল জিংক ধানের বীজ বিতরণ করা হয়। সভায় বক্তারা দেশের হাওরাঞ্চল হিসেবে খ্যাত সুনামগঞ্জে ধান সংরক্ষণে বড় গুদাম নির্মান ও ১টি স্বয়ংক্রিয় অটো রাইসমিল প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি দাবী জানান। কৃষি ও কৃষকদের স্বার্থে এডিপি ফান্ডের কৃষি ক্ষেত্রে বরাদ্ধকৃত শতকার ১৫ ভাগ টাকা যাতে কৃষি কাজেই ব্যয় করা হয় এর জন্য সুপারিশ করেন বক্তরা।