‘কেয়ামত’ পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি: গয়েশ্বর চন্দ্র রায়

নিরেপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে বিএনপি প্রয়োজনে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ১ মার্চ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২০১৪ সালেও আপনার (প্রধানমন্ত্রী) অধীনে অনুষ্ঠিত নির্বাচনে যাইনি। প্রয়োজনে বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে। তারপরও আপনার অধীনে নির্বাচনে যাব না।’

খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া ছাড়া তো নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না। সেটা অসম্ভব। নির্বাচন অংশগ্রহণমূলক করতে হলে খালেদা জিয়াকে ছাড়া হবে না।’ ‘এমন কোনো অপরাধ খালেদা জিয়া করেননি যে তাকে জেল দিতে হবে। প্রতিহিংসার কারণে ও পরবর্তী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে আপনি (প্রধানমন্ত্রী) এমন ভাবতে পারেন। তবে ভবিষ্যতে আপনার অধীনে আমরা নির্বাচনে যাব না’, যোগ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনা প্রধান লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

সব ব্যাংক এখন খালি, লুট করা হয়েছে : রিজভী

সব ব্যাংক এখন খালি, লুট করা হয়েছে : রিজভী

বাসায় ফিরলেন খালেদা জিয়া

বাসায় ফিরলেন খালেদা জিয়া

এবার কার্যালয় দখলের লড়াইয়ে দেবর-ভাবির অনুসারীরা 

এবার কার্যালয় দখলের লড়াইয়ে দেবর-ভাবির অনুসারীরা