আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংগঠনিক কোন্দলপূর্ণ জেলাগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ধারাবাহিকভাবে বৈঠক করবে আওয়ামী লীগ। বুধবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর এক সভা শেষে এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, আমরা সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে বৈঠকে বসছি। বৈঠকে ফলপ্রসু আলোচনা হয়েছে। আমরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আগামীতে ধারাবাহিভাবে জেলা নেতাদের সাথে বসবো। আগামী জাতীয় নির্বাচনে দলকে সুংগঠিত করে নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছি আমরা।

তিনি আরো বলেন, সংবিধানে নির্বাচনকলীন সহায়ক সরকার বলে কিছু নেই। যে সরকার রয়েছে, সেই সরকারই নির্বাচনের সময় দায়িত্ব পালন করবে। নির্বাচনের সময় লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন। সভায় উপস্থিত অন্যান্য নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা নিজ নিজ সাংগঠনিক বিভাগের রিপোর্ট জমা দিয়েছেন বৈঠকে। কোন কোন জেলায় দলীয় কোন্দল রয়েছে, সে বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। আগামী সংসদ নির্বাচনের আগে ওইসব জেলায় বিরোধ মেটানোর লক্ষ্যে ধারাবাহিক বৈঠক শুরু হবে কিছুদিনের মধ্যেই।

এছাড়া হাওর এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সরবরাহ করার জন্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দুই-একদিনের মধ্যে হাওর এলাকা পরিদর্শনে যাবে বলেও দলীয়সূত্রে জানা গেছে। বৈঠকে সম্পাদকমন্ডলীর সদস্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাহবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, আহমদ হোসেন, ফরিদুন্নাহার লাইলী, বি এম মোজাম্মেল, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, অসীম কুমার উকিল, আব্দুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn