পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা জেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, সাবেক কৃতী ফুটবলার আবদুর রউফ ঝনর (৬৬) গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাউজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আব্দুর রউফ ঝনর একসময় সিলেট বিভাগের দ্রুততম মানব ছিলেন। একজন দক্ষ এ্যাথলেট হিসাবে পুরো সিলেট অঞ্চলে তাঁর সুনাম ছিল। পরে তিনি ফুটবল খেলায় মনোযোগী হন। শহরের নামী ফুটবল ক্লাব ব্রাদার্স, আজাদী ও মোহামেডানে খেলেছেন তিনি। খেলোয়ার জীবনের পর  ফুটবল কোচ হিসাবেও  তিনি সফলতা দেখিয়েছেন।  আবদুর রউফ ঝনর জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ছিলেন। গতকাল এশার নামাজের পর শহরের তেঘরিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। আবদুর রউফ ঝনর প্রথম আলো বন্ধুসভা সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও জেলা খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদের বাবা। ক্রীড়া ব্যক্তিত্ব আবদুর রউফ ঝনরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড মোহাম্মদ সাদিক, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি পারভেজ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি শীলা রায়, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হোসেন আহমদ রাসেল, টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি মো. গোলাম কিবরিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট রুহুল তুহিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুল আবেদীন, সমাজকমী দেওয়ান গণিউল সালাদীন, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ কান্তি দে, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, প্রথম আলোর সুনামগঞ্জ প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn