খালেদা জিয়া ৫ ফেব্রুয়ারি সিলেট আসছেন
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে চলমান আলোচনার সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এ সপ্তাহে সিলেট আসছেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম সিলেটটুডেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে গাড়ি বহর নিয়ে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন বেগম খালেদা জিয়া। সিলেটে পৌঁছেই হযরত শাহজালাল (র) ও শাহপরান (র)-এর মাজার জিয়ারত করবেন তিনি। এরপর সিলেটে জনসভায় ভাষণ দেবেন চেয়ারপার্সন। তবে জনসভার স্থান এখনও নির্ধারিত হয় নি; প্রশাসনের অনুমতি সাপেক্ষে জনসভার স্থান নির্ধারণ হবে। সেলিম জানান, রাতে সিলেট অবস্থান করবেন বেগম খালেদা জিয়া। এরপর পরের দিন সড়ক পথে ঢাকার পথে রওয়ানা দেবেন তিনি। উল্লেখ্য, এরআগে আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিকভাবে প্রাক-নির্বাচনি প্রচারে গত ৩০ জানুয়ারি সিলেট সফর করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। ১ ফেব্রুয়ারি সিলেট সফরের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ।