গণতান্ত্রিক বাজেট আন্দোলনের দুই দিনব্যাপী প্রচারাভিযান শুরু
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলা পর্যায়ে বাজেট ওয়াল তৈরির মাধ্যমে জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবিতে দুই দিনব্যাপী প্রচারাভিযান শুরু হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটি-এর উদ্যোগে উক্ত প্রচারাভিযান উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফায়ৎ মুহম্মদ শাহে দুল ইসলাম। উদ্ধোধনকালে তিনি বলেন, জাতীয় বাজেটকে জনমূখী বাজেটে রুপান্তর করার ক্ষেত্রে তৃণমূল হতে জনগণের মতামত গ্রহণের জন্য অভিনব উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি আরো বলেন, হাওর এলাকায় আগাম বন্যার ফলে কৃষকের যে ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকের সেই ক্ষতি পূরণের লক্ষ্যে কৃষি ক্ষেত্রে জাতীয় বাজেটে হাওর অঞ্চলের জন্য বিশেষ বরাদ্ধ রাখা প্রয়োজন। জেলা পর্যায়ে বাজেট ওয়ালে আবু সাফায়ৎ মুহম্মদ শাহে দুল ইসলাম লিখেন “প্রকৃতি কন্য সিলেটকে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সার্বিক অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিকীকরণ” করার লক্ষ্যে জাতীয় বাজেটে সিলেট জেলার জন্য বিশেষ বরাদ্ধ রাখা প্রয়োজন। উক্ত কার্য্যক্রমে আরো উপস্থিত ছিলেন আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমদ, গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য নাজনীন আক্তার কনা, ইন্দ্রানী সেন, তামান্না আহমেদ প্রমূখ।-বিজ্ঞপ্তি