ভারতীয় ক্রিকেট কিংবদন্তী সুনীল গাভাস্কারের নামে যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। আমেরিকার কেন্টাকির লুইসভিলে নির্মিত স্টেডিয়ামের নাম দেয়া হয়েছে ‘সুনিল গাভাস্কার ফিল্ড’। ভারতের বেশিরভাগ স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে রাজনীতিবিদদের নামে। তবে স্টেডিয়ামের ভেতরকার বিভিন্ন স্ট্যান্ডের নাম খেলোয়াড়দের নামে। যেমন সুনীল গাভাস্কার, শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলীর নামে মুম্বাই ও কোলকাতাতে রয়েছে স্ট্যান্ড। কিন্তু যুক্তরাষ্ট্রের একটি স্টেডিয়ামেরই নামকরণ করা হলো গাভাস্কারের নামে। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে স্টেডিয়ামের নাম পেলেন গাভাস্কার। এরআগে ওয়েস্ট ইন্ডিজের ভিভিয়ান রিচার্ডসের নামে অ্যান্টিগায় করা হয়েছে স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম এবং সেন্ট লুসিয়ার স্টেডিয়ামের নামকরণ হয়েছে ড্যারেন সামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নামে।
যুক্তরাষ্ট্রে বেসবলের জনপ্রিয়তাই সবচেয়ে বেশি। এখানে গাভাস্কারের নামে স্টেডিয়ামের নামকরণ অবাক করার মতোই। তাই গাভাস্কার নিজেও অবাক হয়েছেন। তিনি বলেন, ‘এখানে ক্রিকেট প্রধান খেলা না হওয়া সত্ত্বেও আমার নামে স্টেডিয়ামের নামকরণ করাটা অনেক বেশি সম্মানের। ক্রীড়াবিদদের নামকরণের জন্য এটি সর্বদা সুপরিচিত। তবে বেশিরভাগ সময়ই ক্রীড়াবিদদের ছাড়াই নামকরণ হয়ে থাকে।’  গাভাস্কার ভারতের হয়ে ১২৫টি টেস্ট ও ১০৮টি ওয়ানডে খেলেছেন। টেস্টে ১০ হাজার ১শ ২২ ও ওয়ানডেতে ৩ হাজার ৯২ রান করেছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn