বার্তা ডেস্ক :: চিকিৎসা ও আইনি সহায়তার কাজে বরগুনার আলোচিত রিফাত হত্যার সাক্ষী ও মামলার সাত নম্বর আসামি আয়শা সিদ্দিকা মিন্নি এখন ঢাকায়। ঢাকায় এসে রাজধানীর গুলিস্তানে কেনাকাটা করতে যান মিন্নি। এসময় সেখানে মিন্নিকে দেখে চিনতে পেরে ভিড় জমায় আশপাশের লোকজন। এমনকি দোকানদাররাও তার কেনাকাটাতে দেন বিশেষ ছাড়। মিন্নির কেনাকাটার মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে সাদা রংয়ের সেলোয়ার কামিজ পরা হাস্যোজ্জ্বল মিন্নিকে দেখা গেছে। এ সময় নিজের জন্য জামা-কাপড় কেনেন মিন্নি। তাকে কাছে পেয়ে দোকানিরাও বিশেষ ছাড় দেন। সে সময় বেশ হাসিখুশি ছিলেন মিন্নি। মঙ্গলবার মিন্নিকে নিয়ে কেনাকাটা করতে গিয়ে সংবাদমাধ্যমকে মোজাম্মেল হোসেন বলেন, মিন্নিকে দেখে মানুষের উচ্ছ্বাসের শেষ নেই। পুরো মার্কেটের মানুষ একত্র হয়ে গিয়েছিল। মেয়েকে জামা-কাপড় কিনে দিলাম। দোকানিও খাওয়াতে চেয়েছে। দামে ডিসকাউন্ট দিয়েছে। মিন্নির বাবা আরও বলেন, মানুষ শুধু জড়োই হয় না। ছবি তুলবেই তুলবে। ছবি তোলার জন্য ভিড় সামলানো যায় না। এটা মানুষের সম্মান। এই সম্মানের মর্যাদা যেন তারা রাখতে পারেন। গত রবিবার বাবা মোজাম্মেলের সাথে ঢাকা আসেন তিনি। ঢাকায় আইনজীবী জেড আই খানের সঙ্গে দেখা করেন মিন্নি ও তার বাবা।  সৌজন্যে : বিডি প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn