চট্টগ্রামে যুবলীগ কর্মীকে মারধর, আটক ৫
চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় মোহাম্মদ মহসিন (২৬) নামে এক যুবলীগ কর্মীকে বেধড়ক মারধর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।সোমবার (১ জুলাই) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আকবর শাহ থানার ওসি জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। মারধরের শিকার মহসিন বিশ্ব কলোনি এম ব্লকের বাসিন্দা। তিনি উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সরওয়ার মোর্শেদ কচির অনুসারী এর আগে রোববার (৩০ জুন) বিকালে বিশ্ব কলোনির এন ব্লকে প্রতিপক্ষের নেতাকর্মীরা মহসিনকে রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেয়। তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটককৃত পাঁচজন হলেন- মোহাম্মদ সাজু (২৪), মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭), মো. বেলাল (২০) ও মো. তারেক (১৮)। ওসি জসিম উদ্দিন বলেন, মহসিনকে মারধরের ঘটনায় আমরা পাঁচজনকে আটক করেছি। ভিডিওতে দেখা যায় সাজু বেধড়ক মারধর করছে মহসিনকে। ফেসবুকে ভাইরাল ভিডিওতে দেখা যায়, দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিত এসে মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে তারা।