চলতি নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হবে : ব্যারিস্টার ইমন
আগামী সংসদ নির্বাচনে বিজয়ী হলে চলতি নদীর ওপর ব্রিজ নির্মাণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।তিনি শুক্রবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর, মুসলিমপুর ও সাহেবনগর গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখছিলেন। ব্যারিস্টার ইমন বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আ.লীগকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে হবে। তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের বর্ণনা করে বলেন, আগামী একাদশ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সুরমার উত্তরপাড়বাসীর দীর্ঘদিনের দাবি চলতি নদীর ওপর ব্রিজ নির্মাণই হবে আমার প্রথম কাজ। স্থানীয় বালাকান্দা বাজারে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠান ও জনসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আফতাব উদ্দিন আহমেদ। অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল ও ডা. সোহেল আহমদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ.লীগ নেতা অ্যাডভোকেট মো. রইছ উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট নান্টু রায়, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগ নেতা আব্দুল কাদির সাফী, অ্যাডভোকেট হাসান মাহমুদ সাদী, আবুল আল আজাদ, সেলিম আহমদ, নাজমুল হক কিরণ, নুর মোহাম্মদ স্বজন, রুহুল আমিন, আলাউর রহমান, নাদির শাহ, মো. নাসির উদ্দিন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারিস্টার এম এনামুল কবির ইমন ও অন্যান্য অতিথিবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মহিবুল্লাহ। অনুষ্ঠানটির আয়োজন করে সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠন। পরে দরিদ্র ৩৫০ জনের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়।