বার্তা ডেক্সঃঃপ্রথমবারের মতো চাঁদে সেলুলার নেটওয়ার্ক স্থাপন করতে যাচ্ছে নাসা। এ কাজের জন্য ফিনল্যান্ডের টেক জায়ান্ট নকিয়াকে বেছে নিয়েছে তারা। সোমবার (১৯ অক্টোবর) বিষয়টি জানিয়েছে নকিয়া। এই নেটওয়ার্ক স্থাপন কার্যক্রম হলো ২০২৪ সালে পুনরায় চাঁদে পা রাখতে মার্কিন স্পেস অ্যাজেন্সির প্রক্রিয়ার অংশবিশেষ। নকিয়া জানিয়েছে, ২০২২ সালের শেষ নাগাদ চাঁদের মাটিতে এই ওয়্যারলেস ব্রডব্যান্ড কমিউনিকেশন সিস্টেম-এর কাজ শেষ হবে। এই কাজে নকিয়া সহায়তা নেবে যুক্তরাষ্ট্রের টেক্সাস-ভিত্তিক স্পেস ক্র্যাফট ডিজাইনিং প্রতিষ্ঠান ইনট্যুইটিভ মেশিনস এর। পৃথিবী থেকে এসব নেটওয়ার্কিং সরঞ্জাম চাঁদের পৃষ্ঠে পৌঁছে দেওয়ার কাজটি করবে তারা। নকিয়া জানিয়েছে, চাঁদে পাঠানোর পর স্বয়ংক্রিয়ভাবেই কাজ শুরু করবে তাদের নির্মিত নেটওয়ার্কিং সরঞ্জামগুলো।-পূর্বপশ্চিমবিডি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn