স্পোর্টস ডেস্ক।। 

গল টেস্টে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে সতর্ক শুরু করে শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশের অসাধারণ বোলিংয়ে প্রথম সেশন শেষে ২ উইকেট পড়ার পর সেই ধাক্কাটা ভালোভাবে সামলাচ্ছে মেন্ডিস-চান্দিমাল। এমন সময় ৪৯ বলে ৫ রানে রান করা চান্দিমালকে ফিরিয়ে ব্রেকথ্রুর এনে দিলেন মোস্তাফিজুর রহমান। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভারে ৩ উইকেট ১০৯ রানে হারিয়ে ব্যাট করছে লঙ্কানরা। মেন্ডিস (৫৪) ও অসিলা গুনারত্ন (৭) রানে অপরাজিত আছেন। নিজের প্রথম ওভারের চতুর্থ বলে উইকেট তুলে নেন শুভাশিস রায়। তিনি সরাসরি বোল্ড করেন বাংলাদেশের জন্য বিপদজনক উপল থারাঙ্গাকে । দলীয় ১৫ ও ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফেরেন তিনি। পরের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন কুশল মেন্ডিস। কিন্তু নো বলের কারণে উইকেট বঞ্চিত হন শুভাশিস। এরপর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে ৩০ রান করে বিদায় নিলেন দিমুথ করুনারাত্নে।

চার বছর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে ড্রয়ের কীর্তি গড়েছিল বাংলাদেশ দল। একই গ্রাউন্ডে টাইগারদের সামনে সেই সুখস্মৃতি পুনরাবৃত্তির চ্যালেঞ্জ! এদিন টসে জিতেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। বেছে নিলেন ব্যাটিং। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, টস জিতলে ব্যাটিং নিতেন তিনিও। এই টেস্টে বাংলাদেশ দলে তিন পেসার। সঙ্গে দুই স্পিনার। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ১০.৩০ মিনিটে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল নাইন ও টেন ক্রিকেট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারাত্নে, উপুল থারাঙ্গা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা, অসিলা গুনারত্ন, দিলরুয়ান পেরেরা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও সান্দাকান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn