কিছুদিন আগে চিকিৎসার জন্য মু্ম্বইয়ে উড়িয়ে আনা হয়েছিল বিশ্বের সবচেয়ে মোটা মহিলা ইমান আহমেদকে। এ বার চিকিৎসার জন্য উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন কুয়েতের সুলতান শেখ সাবা আল-আহমেদ আল জাবের আল শাবাহ আমির। যদিও ঠিক কী কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন, তা স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে সুলতানের অসুখ সম্পর্কে কোনও তথ্য দেওয়া হয়নি। সংবাদ সংস্থার বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুলতানের চিকিৎসার জন্য ২০ সদস্যের এক মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ১৫ দিন আগেই সুলতানের আসার কথা জানতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর পর সুলতানের জন্য বিশেষ কেবিনের ব্যবস্থা করা হয়। সুলতানের সঙ্গে এসেছেন তার ৮ বেগম (স্ত্রী) এবং পরিবারের ২৮ জন সদস্য। তারা প্রত্যেকেই গ্রেটার নয়ডার একটি বিলাসবহুল রিসর্টে উঠেছেন। সেখান থেকে হাসপাতালের দূরত্ব ৯ কিলোমিটার। যা অতিক্রম করতে হেলিকপ্টার ব্যবহার করছেন সুলতানের পরিবারের সদস্যরা। ব্যক্তিগত বিমানে দিল্লি নামার পর হেলিকপ্টারে করে গ্রেটার নয়ডা আসেন সুলতান এবং তার পরিবার।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn