মিলাদ হোসেন শুভ:: সুনামগঞ্জের ছাতকে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আখলাদ মিয়া (৩৫) হত্যার মামলার এ ঘটনায় রহস্য পুলিশ উদঘাটন করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট ও ছাতক এলাকায় অভিযান চালিয়ে ২ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেন। গত বুধবার রাতে জগন্নাথপুর সার্কেল শুভাশিষ ধরের নেতৃত্বে ওসি শেখ নাজিম উদ্দিন, এসআই হাবিবুর রহমান পিপিএম , এসআই মহিম উদ্দিন, এসআই আনোয়ার হোসেনসহ ৫সদস্য একটিদল পৃথক পৃথক অভিযান চালিয়ে ২ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে ।
সিলেটের লালবাজার দিরাই রেস্ট হাউজ থেকে গোপন সংবাদে সুত্রে আবু সুফিয়ান সোহাগ (২৬)নামে হত্যার ঘটনায় সঙ্গে জড়িত থাকায় অভিযোগে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হন। আটককৃতরা হলেন,গোবিন্দগঞ্জ সৈদের গাও ইউপির গোবিন্দগঞ্জনগর গ্রামে ফজলু মিয়া ছেলে আবু সুফিয়ান সোহাগ (২৬) একই ইউপি দীঘলীচাকলপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে আলিম উদ্দিন(২৮) কে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।
জানা যায়,গত রোববার রাতে গোবিন্দগঞ্জের হোছন সুপার মার্কেটের সামনে মামা ভাগিনা নামে খোলাবাজারে মুদি মালামালের ব্যবসা করতেন আখলাক বাড়ী ফেরার পথে দূর্বত্তরা কুপিয়ে ধান ক্ষেতের জমিতে ফেলে ৫/৬ মিলে তাকে কুপিয়ে হত্যা করে।গত মঙ্গলবার রাতে উপজেলার গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা গ্রামের নিহত আখলাদের বড় ভাই আশিক মিয়া বাদী হয়ে অজ্ঞতনামা আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসিরা জানান, ব্যবসায়ী আখলাদকে পূর্ব পরিকল্পিত ভাবে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে পর ধান ক্ষেতে রেখে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মো.মহিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২জন গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে ওসি শেখ নাজিম উদ্দিন, সত্যতা স্বীকার করে বলেন আসামীদের বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এব্যাপারে পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম.এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,ব্যবসায়ি হত্যার রহস্য উদঘাটন করে এ হত্যার সঙ্গে জড়িত মূল হোতা দু`জন আসামীকে গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করেন।
সংবাদ টি পড়া হয়েছে :
১৬০ বার