ছাতকে গরুসহ ৪ চোরকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ
ছাতকে চোরাই গরুসহ ৪ চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় গরু পরিবহন করার একটি পিকআপ গাড়িও আটক করা হয়। শনিবার ভোরে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর গ্রাম থেকে গরু, পিকআপ গাড়িসহ চোরদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যা্য়, চরমহল্লা ইউনিয়নের মাটিয়ারচর গ্রামের আফিজ আলীর পুত্র নুর উদ্দিনের একটি ষাড় গরু গোয়ালঘর থেকে চুরি করে একটি পিকআপ (নং-সিলেট ন-১১-১৯৬৩) যোগে নিয়ে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে টেটিয়ারচর গ্রাম এলাকায় জনতা গাড়িসহ আটক করে জনতা। এসময় জিজ্ঞাসাবাদে চোরেরা অসংগতিপূর্ন কথাবার্তা বললে গরু, পিকআপ গাড়িসহ ৪ চোরকে আটক করে গণধোলাই দেয়া হয়। পরে খবর পেয়ে ছাতক থানার এসআই রাজেন্দ্র দাস ঘটনাস্থল থেকে গরু চোর মাটিয়ারচর গ্রামের ফজর আলীর পুত্র শাহীন উদ্দিন(২৫), দোয়ারা উপজেলার উলুরকান্দি গ্রামের ইব্রাহীন আলীর পুত্র শাহম্মদ হোসেন(২২), বাজিতপুর গ্রামের মৃত গেদাই মিয়ার পুত্র আঙ্গুর মিয়া(১৯) ও একই গ্রামের জমির আলীর পুত্র পিকআপ চালক ফরহাদ আলম(২৮)কে গ্রেফতার করেন। এ সময় গরুটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখে পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় নুর উদ্দিন বাদী হয়ে পলাতক মাটিয়ারচর গ্রামের কাচা মিয়ার পুত্র জাহেদ মিয়া(২১)সহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ছাতক থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।