ছাতকে দু’পক্ষের সংঘর্ষে স্কুল ছাত্রসহ আহত ১০, আটক ২
ছাতকে পুরস্কার বিতরণী সভা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে স্কুল ছাত্রসহ ১০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল বৃহস্পতিবার সকালে ছাতক সিমেন্ট কারখানার ৪নং এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাতক সিমেন্ট কারখানা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কারখানার অডিটোরিয়ামে চলছিল। অনুষ্ঠান চলাকালে বহিরাগতদের প্রবেশে বাঁধা হয়ে দাঁড়ায় বিদ্যালয়ের ছাত্ররা। অনুষ্ঠানে প্রবেশ নিয়ে বিদ্যালয়ের ছাত্র, শহরের নেয়ারাই এলাকার পৌর কাউন্সিলর লিয়াকত আলীর পুত্র সজিব ও একই এলাকার মতিন মিয়ার পুত্র সুমনের মধ্যে বাক-বিতন্ডা ও হাতাহাতির ঘটনা নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার জের ধওে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন ফের সংঘর্ষে লিপ্ত হয়। দফায়-দফায় সংঘর্ষে সিমেন্ট কারখানা এলাকা পরিনত হয় রণক্ষেত্রে। পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। সংঘর্ষে গুরুতর আহত স্কুল ছাত্র সজীব(১৫), সোহাগ(২২) ও বিপ¬ব(২০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কারখানার হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে। সংর্ঘষের ঘটনায় নোয়ারাই গ্রামের আব্দুল মতিনের পুত্র সুমন মিয়া ও আঙ্গুর মিয়ার পুত্র সনিকে আটক করেছে পুলিশ।