ছাতকে ফেইসবুকে কমেন্টের জের ধরে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কমেন্টের জের ধরে ছাতকের জাউয়াবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যাক্তি আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। রবিবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত সংঘর্ষ চলে। আহতদের স্থানীয় কৈতক উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। জানা যায়, ছাতক উপজেলার পাইগাও গ্রামের আনোয়ার হোসেনের ব্যক্তিগত ফেইসবুক একাউন্টে একই উপজেলার খিদ্রাকাপন গ্রামের সেলিম আহমেদ একটি আপত্তিকর মন্তব্য করে । এর জের শুক্রবার আনোয়ার হুসেন ও সেলিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে শনিবার সেলিমের লোকজন আনোয়ারকে ধাওয়া করে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার সন্ধ্যা ৬টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলার পর খবর পেয়ে সুনামগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। তবে বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা দেওয়ার ফলে তাদের নাম সংগ্রহ করা সম্ভব হয়নি।এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার) সার্কেল দুলন মিয়া জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। ও বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করা আছে।