ছাতকে মৎস্য বিভাগের অভিযান, কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
ছাতক :: জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলা মৎস্য বিভাগ সুরমা নদীসহ ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন বিল-হাওরে অভিযান চালিয়ে অবৈধ কোনাজাল ও কারেন্ট জাল আটক করেছে। শনিবার (২০ জলাই) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোখলেছুর রহমান এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলের উপস্থিতিতে আটককৃত ৬৬ হাজার মিটার জাল ধ্বংস করা হয়েছে। গনেশপুর খেয়া ঘাটে আগুনে পুড়িয়ে এসব জাল ধ্বংস করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান, থানা পুলিশ ও মৎস্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।