ছাতকে লাফার্জের চাকুরিচ্যুত শ্রমিদের প্রধান ফটক ঘেরাও, বিক্ষোভ
ছাতকে লাফার্জ সুরমা সিমেন্টের ঠিকাদার নিয়োজিত চাকুরিচ্যুত প্রায় শতাধিক শ্রমিক গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানার প্রধান ফটক ঘেরাও করে। এসময় শ্রমিকরা তাদের বিভিন্ন দাবিসংক্রান্ত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে। এর আগে গত বুধবার রাতে শ্রমিকরা নোয়ারাই এলাকায় সুযোগ-সুবিদাসহ চাকুরি বহাল করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করে। দীর্ঘ দু’সপ্তাহ অতিবাহিত হলেও চাকুরিচ্যুত শ্রমিকদের কাজে যোগদানের ব্যাপারে কোন সমাধান না-হওয়ায় শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের ন্যয্য অধিকার চাকুরিতে পুনর্বহালের দাবিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও কোন সুরাহা হয়নি। স্থানীয় একটি চক্র শ্রমিকদের চাকুরি নিয়ে নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়- শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধির দাবি করায় গত ১ মে থেকে তাদের কাজ বন্ধ করে দেয়া হয়। পুরাতন দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান এইচআর এন্টারপ্রাইজ ও শাহজাহান ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিং লাফার্জ কর্তৃপক্ষের কাছে অপারগতা প্রকাশ করে। পরে লাফার্জ কর্তৃপক্ষ মফিজ নগর এন্টারপ্রাইজ নামে একটি সমিতিকে শ্রমিকদের ঠিকাদারী শ্রমিক সরবরাহে আদেশ প্রদানের পর চাকুরিচ্যুত শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি না-করে কাজে যোগদান করা নিয়ে তৈরি বিরোধ। শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ জানান- নতুন ঠিকাদার মফিজ নগর এন্টারপ্রাইজের সাথে আমাদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেও ভরসা করতে পারছি না। তাদের সাথে লিখিত নতুন চুক্তি না-করে আমরা কাজে যোগদান করবো না। লাফার্জে নতুন ঠিকাদরী প্রতিষ্ঠান মফিজ নগর এন্টারপ্রাইজের পরিচালক ফয়জুর রহমান, আব্দুল আলিম চৌধুরী, আর্শ্বাদ আলীসহ ৫ জন পরিচালক জানান- শ্রমিকদের আর্থিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারে একাধিকবার আলোচনা হয়েছে। একটি কুচক্রী মহলের ইন্ধনের কারণে বিষয়টি সমাধান হচ্ছে না।