ছাতকে সনদপত্রের সাথে একটি করে বৃক্ষ চারা
ছাতকে আনসার ও ভিডিপির উদ্যোগে ৩২জন পুরুষ ও ৩২জন মহিলাসহ ৬৪জনকে অস্ত্র বিহিন ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ৫নভেম্বর থেকে কৃষি, মৎস্য প্রাণী সম্পদসহ বিভিন্ন বিষয়ে ১০দিনের প্রশিক্ষণ শেষে সনদ পত্রের সাথে তাদের হাতে একটি বৃক্ষ চারা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামের মাষ্টার সাইদুল আলম ডালিমের বাড়িতে গ্রামে উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আনসার ও ভিডিপির মনিটরিং অফিসার মনির উদ্দিন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মনোয়ারা বেগম, প্রশিক্ষক মঈন উদ্দিন, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মো. ফারুক আহমদ, ইউনিয়ন দলপতি রুহুল হক তালুকদার, দলনেত্রী নাজমা বেগম প্রমুখ। এসময় সনদ পত্রের সাথে তাদের হাতে কোম্পানী কমান্ডার মো. ফারুক আহমদের সৌজন্যে ৬থেকে ৭ফুট উচ্চতার একটি করে উন্নত জাতের গাছের চারা বিতরণ করা হয়। পরে প্রশিক্ষণ ভাতা ও ৮জন প্রশিক্ষণার্থীর মধ্যে বিশেষ পুরস্কার দেয়া হয়।