ছাতক ::  ছাতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি’র আগামী আগামী ৪ ফেরুয়ারি আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে।  প্রস্তুতি সভার মুক্ত আলোচনায় পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, সরকার স্বাস্থ্য সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপন করছে। এরই ধারাবাহিকতায় মাননীয় মন্ত্রী  ছাতকে দুটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন । এতে ছাতকের প্রতিটি গ্রাম থেকে সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সকলের সহযোগিতায় অনুষ্ঠানের সফলতা কামনা করেন তিনি। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাক ফজলুর রহমান, বর্তমান যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আফজাল হুসেন, এড আশিক আলী, দক্ষিন খুরমা ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক আব্দুল খালিক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম. রশীদ আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, ভাতগাও ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবেক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সাহাব উদ্দিন, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান টুনু, আবু সামা রাসেল, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ্র, রাসেল হোসেন, এনামুল হক, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ। দলীয় সুত্রে জানা যায়, আগামী রবিবার (৪ ফেরুয়ারি) ছাতকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলা দোলা বাজার ইউনিয়নের মঈনপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এবং বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে দক্ষিন খুরমা ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দক্ষিণ খুরমা ইউনিয়নের চেচানবাজারে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখবেন মন্ত্রী মোহাম্মদ নাসিম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn