ছাতকে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কমিটি অনুমোদন হওয়ার ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। ইতিমধ্যেই ৭ জন যুগ্ম আহ্বায়ক ও ৩ জন সদস্য পদত্যাগ করেছেন।পদত্যাগকৃতরা হলেন যুগ্ম আহ্বায়ক-মোস্তাক আহমদ পীর, ইনজামামুল হক চৌধুরী সালমান, দ্বীনুল ইসলাম শ্যামল‚ সাগর দাস স্বপন‚ খালেদ হোসাইন‚ লুত্ফুর রহমান লিটন‚ সেবুল আহমদ এবং সদস্য মোস্তাকিম রায়হান, মুমিনুর রহমান, সাগর আহমদ।
উল্লেখ্য গত ৯ তারিখ শুক্রবার রাতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ছাতক উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেন সুনামগঞ্জ জেলা শেখ রাসেল জাতীয় কিশোর পরিষদের আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন। অন্য সংগঠনের সাথে জড়িত ও পদ প্রাপ্তদের মতামত না নিয়ে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য কমিটি দেওয়ার পর থেকেই বিতর্কের শুরু হয়েছিলো। পদত্যাগকারীরা জানান‚ তারা বাংলাদেশ ছাত্রলীগ ছাতক উপজেলা শাখার কর্মী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন ও ছাতক-দোয়ারাবাজারের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি’র নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। যেহেতু তারা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের সাথে জড়িত এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ করার বয়স পেরিয়ে যাওয়ায় তারা সেচ্ছায় এই সংগঠন থেকে পদত্যাগ করেছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn