ছাতক পৌরসভায় ৪টি প্যাকেজে একযোগে ২৬ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় মেয়র আবুল কালাম চৌধুরী এই উন্নয়ন কাজের তথ্য তুলে ধরেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ইউজিপ-৩ মাধ্যমে প্রতিষ্ঠার পর পৌরসভার উন্নয়ন ক্ষেত্রে এটিই সবচেয়ে বৃহৎ উন্নয়ন কার্যক্রম বলে পৌর কর্তৃপক্ষ দাবি করেছেন।  চলতি অর্থবছরে আরো প্রায় ১২ কোটি টাকার সুরমা নদীর তীরে রিভার বোট ল্যান্ডিং ও রিভারভিউ স্থাপনসহ আরো ১৫টি বিভিন্ন প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। ৪টি প্যাকেজের মধ্যে রয়েছে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ ৩৯টি পাকা সড়ক ও প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ৪০টি পাকা ও প্রশস্ত ড্রেন। এসব পাকা রাস্তা ও ড্রেন সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪৫৭ টাকা।
ছাতক শহরকে অত্যাধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরিত করতে ইউজিপ-৩ প্রকল্পের সহায়তায় একযোগে কাজ চলছে। ইতিমধ্যেই এসব উন্নয়ন কাজের শতকরা ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হয়েছে।  বাকি কাজ অতিদ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে আশা করা হচ্ছে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার কাজ সম্পন্ন হলে পৌরসভা নাগরিকসহ প্রায় দেড় কোটি মানুষ এর সুবিধা ভোগ করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া সুরমা নদীর তীরে রিভার বোট ল্যান্ডিং ও রিভারভিউ স্থাপনসহ আরো ১৫টি বিভিন্ন প্রকল্প প্রস্তাব আকারে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn