জগন্নাথপুরে অতি. ডিআইজি-“পুলিশকে জনগনের কল্যাণে কাজ করতে হবে’
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম বলেছেন,‘পুলিশ ও জনতার মধ্যে পারস্পারিক সুসর্ম্পকই পারে আইনশৃঙ্খলা ভাল রাখতে। তাই পুলিশ বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা জবাবদিহীতা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।’ তিনি বলেন,‘ বেতনের বাইরে কোন ধরনের সুবিধা আমরা বরদাস করব না। জনগনের ট্যাস্কের টাকায় বেতন নিয়ে জনগনের কল্যাণে কাজ করতে হবে।’
এজন্য তিনি সচেতনজনগোষ্ঠীকে পুলিশের কাজে সহযোগীতা করার আহ্বান জানান। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে ও থানার উপ-পরির্দশক সাইফুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার সদর তাপস কুমার ঘোষ, জগন্নাথপুরের সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মুক্ত আলোচনায় অংশ নেন রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, পৌর আওয়ামীলীগ সভাপতি ডা. আব্দুল আহাদ সেক্রেটারী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, বাজার তদারক কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, ছাত্রলীগ নেতা সজিব রায় দুর্জয়, জাহাঙ্গীর মিয়া, মিছবা আহমদ, জুনায়েদ আহমদ, সমাজকর্মী বাবুল মিয়া, রাজা মিয়া প্রমুখ