সুনামগঞ্জের জগন্নাথপুরে চুল কেটে টাকা না দেওয়ার জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন। রোববার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার শান্তির বাজারে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হলেন ঐয়ারকোনা গ্রামের রবিউল ইসলাম (১৬), আ: তাহিদ (৪০), সেবু মিয়া (২২), রাসেল মিয়া (২৩), হোসেন মিয়া (২৩)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, উপজেলার ৮ নম্বর আশারকান্দি ইউনিয়নের শান্তির বাজারে গত শুক্রবার পাপন নরসুন্দরের সেলুনে চুল কাটতে যান ওসমানীনগর উপজেলার মজলিসপুর গ্রামের ফয়ছল মিয়া। চুল কেটে টাকা না দিয়ে চলে যেতে চাইলে সেলুন মালিক ও ফয়সলের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সেলুনে থাকা ঐয়ারকোনা গ্রামের ফারুক মিয়া টাকা না দিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তার সাথেও ফয়ছল দুর্ব্যবহার করেন। এ ঘটনার জের ধরে মজলিসপুর ও ঐয়ারকোনা গ্রামবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ দুপুরে মজলিসপুর গ্রামবাসী অস্ত্র-সস্ত্র সজ্জিত হয়ে শান্তির বাজারে এলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ৫ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো এঘটনায় কোনো মামলা হয়নি।’
সংবাদ টি পড়া হয়েছে :
১৩৭ বার