জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০
জগন্নাথপুর :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভবানীপুর গ্রামে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, ভবানীপুর গ্রামের পারুয়া বাড়ীর জালাল উদ্দিন এর ছেলে একই এলাকার আকিল মিয়ার ছেলের সাথে লন্ডন প্রবাসী নছির মিয়ার পুকুর থেকে মাছ বের হওয়ার সময় মাছ ধরা নিয়ে দু’জনের মধ্যে কথা কাটা কাটি হয়, এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতরা হচ্ছেন আকমল হোসেন, জালাল উদ্দিন, মোকার আলী, শামীমা বেগম, রীমা বেগম, রুজিনা বেগম, কামরুল হোসেন, আনোয়ার আলী মুক্তাসিন আলী। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জালাল উদ্দিন ও মুকার উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সংঘর্ষ থামাতে আসা যুবলীগ নেতা আকমল হোসেন মাথায় পাথরের আঘাত প্রাপ্ত হয়ে আহত হলে, তাকেও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করেছে।