জগন্নাথপুরে প্রশাসনের বাধার মুখে বিএনপির নির্বাচনী সমাবেশ
bartaadmin
অক্টোবর ৭, ২০২০
জগন্নাথপুরে প্রশাসনের বাধার মুখে বিএনপির নির্বাচনী সমাবেশ২০২০-১০-০৭T১২:৫২:৫৬+০০:০০
জগন্নাথপুর উপজেলা, শিরোনাম, সর্বশেষ, সর্বাধিক পঠিত, স্থানীয সংবাদ
জগন্নাথপুরে ,:: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসনের বাধার মুখে বিএনপির নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের ধানের শীষের সমর্থনে স্থানীয় পৌর পয়েন্টে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শুরুতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের নেতৃত্বে প্রশাসন সমাবেশের অনুমতি না থাকায় বাধা দেন। এ সময় আলোচনাক্রমে ১০ মিনিটের সময় বেধে দিয়ে সমাবেশের অনুমতি দেয়া হয়। জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মেয়র প্রার্থী রাজু আহমদ। এ সময় জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক নুরুল হক, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, যুবদল কেন্দ্রীয় সহ-সভাপতি আনছার উদ্দিন, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংবাদ টি পড়া হয়েছে :
৫২ বার