জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালত সোমবার (২৯ মে) দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্বে দেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে দুপুরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। অভিযানে ভুক্তা অধিকার আইনে রিয়াজ স্টোর থেকে ২ হাজার টাকা, উজ্জ্বল স্টোর ১ হাজার টাকা, আব্দুর রহিম ষ্টোর ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মৎস্য অধিদপ্তর আইনে ৩টি নিষিদ্ধ বেল জাল জব্দ করে পুড়ানো হয়েছে। অবৈধ জাল রাখার দায়ে ৩ মৎস্যজীবিকে জনপ্রতি ৫শত টাকা করে জরিমানা আদায় করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, থানার এসআই আব্দুস সালাম প্রমুখ। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান জানান- ভুক্তা অধিকার ও মৎস্য আইনে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn