জগন্নাথপুরে ১০ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার: প্রেমিক আটক
ইয়াকুব মিয়া: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের ১০ দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ। স্কুল ছাত্রী উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি বরপাড়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে (১৩)। জানাগেছে, কলকলিয়ার পারারগাঁও জমাতউল্লা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রী। সম্প্রতি স্কুলে আসা যাওয়ার সুবাধে পরিচয় হয় একই এলাকার দানা মিয়ার ছেলে জিলু মিয়ার সাথে। তাদের মোবাইল ফোনে কথা বলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক সময় একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে।
গত ১০ অক্টোবর ৫ম শ্রেণীর স্কুল ছাত্রী তার প্রেমিক জিলু মিয়ার সাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। এক পর্যায়ে কোর্টে এফিডেভিটের মাধ্যমে বিয়ে কাজ সম্পন্ন করে। এরপর থেকে দক্ষিণ সুনামগঞ্জে তাদের আত্মীয় স্বজনের বাড়িতে বসবাস করে। এ ঘটনার পর ছাত্রীর বাবা দুলাল মিয়া জগন্নাথপুর থানায় একটি অপহরনের অভিযোগ-মামলা দায়ের করেন। তবে কিশোরীর দাবী অপহরণ নয় স্বেচ্ছায় প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এএসআই মির্জা শাফায়েত এর নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সুনামগঞ্জ থেকে প্রেমিক জুটিকে আটক করে জগন্নাথপুর থানায় নিয়ে আসে।