জগন্নাথপুরে ৬ জুয়ারিসহ গ্রেপ্তার ১০
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ৬ জুয়ারিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে- মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, লুৎফুর রহমান, কাইমুর ইসলাম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসফার আহমদ ও মোজাহিদ মিয়ার’র পৃথক নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ জুয়ারিসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারাকৃত জুয়ারিরা হল উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খাঁনপুর গ্রামের হারিছ উল্লার ছেলে শফিক মিয়া, রসুলপুর গ্রামের মৃত রইছ উল্লার ছেলে রাসেল মিয়া, আলমপুর গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে রাজন মিয়া, জালালপুর গ্রামের বশির মিয়ার ছেলে মানিক মিয়া, নবীগঞ্জ থানার উমরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ও নবীগঞ্জের কসবা গ্রামের মৃত অজি উল্লার ছেলে দিলন মিয়া। তাদেরকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খাঁনপুর গ্রামে শফিক মিয়ার বাড়িতে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করা হয়। ওই ৬ জুয়ারি ছাড়া বাকি গ্রেপ্তারকৃতরা হল মাদক সেবী বেলাল আহমদ, আবেদুর রহমান, লায়েব আলী ও লায়েক আলী। তাদের রাণীগঞ্জ-ইনাতগঞ্জ সড়ক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত সকলকেই কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।