জগন্নাথপুর ;; জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার চার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমানের কাছে তাঁরা মনোনয়ন পত্র দাখিল করেছেন। যারা মনোনয়ন দাখিল করেছেন তাঁরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া, বিএনপি মনোনীত প্রার্থী যুক্তরাজ্য বিএনপির সহ সংগঠনিক সম্পাদক রাজু আহমদ ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা বিএনপি নেতা আবিবুল বারি আয়হান। মেয়র পদে চার প্রার্থীই দুপুর দুইটার দিকে তাদের সমর্থকদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। পরে একেক প্রার্থী নির্বাচনী আচরণ বিধি মোতাবেক তাদের সমর্থকদের নিয়ে সুশৃঙ্খলভাবে মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়ন পত্র দাখিল করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া সাংবাদিকদের জানান, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আমি সকলের সহযোগিতা দোয়া ও ভোট প্রত্যাশী। আশা করি পৌরবাসী উন্নয়নের পক্ষে নৌকায় ভোট দিবে।  বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ সাংবাদিকদের জানান, গত নির্বাচনে জনগণ স্বতস্ফূর্তভাবে আমাকে ধানের শীষে ভোট দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় এনে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছেন এবার আমি আবারো বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছি। আশা করি বিএনপির ক্রান্তিলগ্নে সবাই ঐক্যবদ্ধভাবে আমাকে নির্বাচিত করবে। স্বতন্ত্র প্রার্থী প্রয়াত মেয়র পুত্র আবুল হোসাইন জানান, আমার বাবা কে ৫ বছরের জন্য পৌরবাসী নির্বাচিত করেছিলেন। চার বছর তিনি দায়িত্ব পালন করছেন। তাঁর অকাল মৃত্যুতে শূন্য পদে আমি আপনাদের সন্তান হিসেবে সেবা করতে চাই।  অপর স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারী জানান,বিএনপির মনোনয়ন প্রক্রিয়া যথাযথ না হওয়ায় নেতাকর্মীদের অনুরোধে প্রার্থী হয়েছি। আশা করি জনগন আমাকে মূল্যায়ন করবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, গতকাল মনোনয়ন দাখিলের শেষ দিন মেয়র পদে চার প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১ মার্চ প্রার্থীদের যাছাই বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহার হবে ৮ মার্চ এবং ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ গত ১১ জানুয়ারি মৃত্যুবরণ করলে জগন্নাথপুর পৌরসভার মেয়র পদ শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রুয়ারি তফসিল ঘোষনা দেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn