জাতীয় শোক দিবসে জেলা আ’লীগ সভাপতি ও সম্পাদকের পৃথক কর্মসূচী
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা আ.লীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের নেতৃত্বাধীন অংশের উদ্যোগে শহরের উকিলপাড়া এলাকায় শোকসভা অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের নেতৃত্বাধীন গ্রুপ রমিজবিপণিস্থ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। পরে দুপুরে জেলা যুবলীগের অনুষ্ঠানে মতিউর রহমান তার বলয়ের নেতাকর্মীদের নিয়ে যোগ দেন।
উকিলপাড়া পয়েন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা রব্বানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা অ্যাডভোকেট আলী আমজদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, মোবারক হোসেন, সুবীর তালুকদার বাপ্টু, করুণাসিন্ধু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, অ্যাডভোকেট নান্টু রায়, জেলা কৃষকলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল্লাহ সরকার, আওয়ামী আইনজীবী পরিষদের অ্যাডভোকেট নাসিরুল হক আফিন্দী, অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মণীষ কান্তি দে মিন্টু, ফজলুর রহমান ও আবু নাসের, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক সেলিম আহমেদ, শ্রমিকলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম মুবিন, জেলা ছাত্রলীগ নেতা হাবিব আল হাসান তপু, অ্যাডভোকেট হাসান মাহবুব সাদী, কৃষকলীগ নেতা আব্দুল হক, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, জাতীয় শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের আহ্বায়ক নুর মোহাম্মদ স্বজন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামীম, ইয়াকুব বখত বহলুল, জেলা ছাত্রলীগ নেতা সোহেল রানা, জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি হোসেন আলী, পৌরব আহমদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল। অনুষ্ঠান শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দকে অংশ নিতে দেখা গেছে। জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবীর ইমন বলেন, ‘বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে আ.লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে আ.লীগসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীদেরকে সতর্ক থাকতে হবে। এবার যারা হাওরের বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের সরকার দুদকে মামলা করে ব্যবস্থাগ্রহণ করেছেন। দুর্নীতিবাজ যেই হোক আ.লীগ সরকার তাকে ছাড় দেবে না।’