জাবিতে দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন অবরোধ
দ্বিতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করেছে। মামলা প্রত্যাহারের দাবিতে ‘প্রতিবাদের নাম জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল থেকে এই অবরোধ কর্মসূচি শুরু করে। অবরোধের প্রথম দিন বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা প্রত্যাহারের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার আশ্বাস দিলেও এ বিষয়ে কোন আলোচনা হয়নি। শিক্ষার্থীরা জানিয়েছে, মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে। উল্লেখ্য, গত ২৬শে মে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী সড়ক দূর্ঘটনায় নিহত হন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশ তাদের লাঠিপেটা করে। পরে শিক্ষার্থীরা ভিসির বাসভবন ভাঙচুর করে। এ ঘটনায় প্রশাসন ভিসির বাসভবন ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্চনার অভিযোগ এনে ৫৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করে।