‘জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করে অবৈধভাবে বিএনপি প্রতিষ্ঠা করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।   ২০ আগস্ট রোববার দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা দখলদার হিসেবে চিহ্নিত হয়েছেন। আর তাই তার দলও অবৈধ। সেই অবৈধ দলের মহাসচিব হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের অপকর্ম ও দায়ভার ঢাকার জন্যই পাগলের প্রলাপ বকছেন।’  ‘আওয়ামী লীগের জন্ম হয়েছে জিয়াউর রহমানের আমলে’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, ‘জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়নি। ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল।’ এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক হারুন উর রশিদ আসকারী, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

একজন খোকন মাষ্টার- সুপ্ত বাসনা যার হৃদয়ে

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

শিক্ষা গুরু বাবু সুবোধ রঞ্জন দাস

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর