সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান   শিক্ষক মফিজুল হক মোল্লা, সহকারি শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা মুকুট বলেন, ‘সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য বিদ্যাপীঠ, সুনামগঞ্জের নামের আগে যেমন সুনাম আছে তেমনি এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্যের জন্য বিদ্যালয়টি সুনাম কুরিয়েছে।’ বিদ্যালয়ের বেঞ্চ- ডেস্কসহ আসবাবপত্র তৈরির জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩ লাখ টাকা অনুদান ঘোষণা করেন তিনি।  পরে বিকালে আমন্ত্রিত অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন।  পরে মোরগ লড়াই, চকলেট দৌঁড়, বস্তা দৌঁড়, ব্যাঙের লাফ, দীর্ঘ লাফসহ বিভিন্ন ধরনের ইভেন্টে অংশ নেন প্রতিযোগিরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn