জেলা কৃষক লীগের প্রস্তুতি সভা
আগামী ৩০ জানুয়ারি সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে জেলা কৃষক লীগ। রোববার দুপুরে শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. শামীমা শাহরিয়ার বলেন,‘আগামী ৩০ জানুয়ারি সিলেটে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা-উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। কৃষি ও কৃষকবান্ধব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ড কৃষকদের অবগত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন কৃষক লীগকে আরও শক্তিশালী ও গতিশীল করতে মাঠ পর্যায়ে কৃষক লীগকে সংগঠিত করতে হবে।’ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, গৌতম বণিক, জেলা কৃষক লীগের সদস্য মফিজুল হক, সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, রিংকু চৌধুরী, মেহেদী হাসান চৌধুরী রাসেল, কামরুল হাসান কমল, সুনামগঞ্জ সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবীর, যুগ্ম আহবায়ক সিদ্দিক আহমদ, আবুল কাহার, শাহজাহান মিয়া, সুনামগঞ্জ পৌর কৃষক লীগের আহবায়ক কল্লোল তালুকদার, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগ নেতা ফখর উদ্দিন, গোলাম কিবরিয়া, সমীরন দে প্রমুখ।