জেলা কৃষক লীগের বর্ধিত সভা
সুনামগঞ্জ জেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান বলেন,‘বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কৃষক লীগের নেতাকর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। দলকে ঐক্যবদ্ধ রেখে হাওরপাড়ের কৃষকদের জন্য কিছু করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের দুঃখ দুর্দশা লাঘব করতে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে নৌকার পক্ষে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন,‘স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীদের হাওরের বোরো ফসল রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে ও তাদের উন্নয়নে কাজ করতে হবে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে নিয়মিত খোঁজ খবর নিতে হবে।’ দলকে আরও শক্তিশালী করে দ্রুত সকল উপজেলা সম্মেলন শেষ করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য তাগিদ দেন তিনি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। এর আগে বর্ধিত সভার উদ্বোধন করেন রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার। সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক গৌতম বণিক। সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ, ফজলুর রহমান, জেলা কৃষক লীগের সদস্য সালমা আক্তার চৌধুরী, তারেক মিয়া, মাসুক মিয়া, মোবারক হোসেন, দিরাই উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সুলতান আহমেদ, শাল্লা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নিপেশ দাস, জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদ, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সিদ্দিক আহমদ, দোয়ারাবাজার উপজেলা কৃষক লীগের আহবায়ক শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, জেলা কৃষক লীগের সদস্য মইনুল হক, মফিজুল হক, অরুন চন্দ্র দে, তাহের উদ্দিন, খসরু ওয়াহিদ চৌধুরী, রফিকুল ইসলাম কালা মিয়া, সাব্বির আহম্মেদ, গোলাম আকরাম, নিজাম নুর, কামরুল হাসান কমল, মেহেদী হাসান চৌধুরী রাসেল, মনোয়ার হোসেন মনু, ধর্মপাশা উপজেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক হান্নান চৌধুরী, সুজন আহমেদ, নয়ন মিয়া, শাল্লা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক জহির আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহিলা সম্পাদিকা অলি বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের আহবায়ক হুমায়ুন কবির মৃধা, রোকন মিয়া, সলিল তালুকদার, অনুকূল দে, শাহজাহান মিয়া, দিরাই উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক অজিত তালুকদার, কৃষক লীগের সদস্য সাহানুর মিয়া, কৃষক লীগ নেতা হিজলুর রহমান, দেবরাজ দাস, জুনেদ মিয়া, জামালগঞ্জ উপজেলা কৃষক নেতা ডা. সফিকুল ইসলাম, সিদ্দিক মিয়া, সানাহর আলম সান্টু, অসীম তালুকদার, মামুন মিয়া, নিয়াজ হোসেন, জমির হোসেন, সুনামগঞ্জ সদর থানা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জমিরুল হক পৌরব, জেলা ছাত্রলীগের যুগ্ম নাজমুল হক কিরন, দিপংকর কান্তি দে, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাদিয়া বখ্ত সুরভী প্রমুখ।