ডারউইনের বিবর্তনবাদকে ভুল দাবি ভারতের প্রাথমিক শিক্ষামন্ত্রীর
মানুষ নাকি বিবর্তনের মাধ্যমে আসেনি। শুধু তাই নয়, চার্লস ডারউইনের তত্ত্বও নাকি বিজ্ঞানসম্মতভাবে ভুল। এই দাবি করলেন ভারতের কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষামন্ত্রী সত্যপাল সিংহ। মহারাষ্ট্রে আয়োজিত এক অনুষ্ঠানে গিয়ে এমনই দাবি করে বসলেন তিনি। এখানেই থেমে থাকেননি সত্যপাল। তিনি জানান, স্কুল-কলেজের পাঠ্যবিষয় থেকে এখনই সরিয়ে দেয়া উচিত ওই তথ্য। তিনি বলেন, ‘মানুষের বিবর্তন নিয়ে ডারউইনের তথ্য ভুল। বানর থেকে নয়, মানুষ প্রথম থেকেই পৃথিবীতে মানুষ হিসাবে আবির্ভূত হয়েছিল।’ সত্যপালের আরো দাবি, ‘আমাদের পূর্বপুরুষরা কখনো বলেননি বা লিখে যাননি যে বানর থেকে মানুষে পরিবর্তন হতে দেখেছেন তারা। শুধু তাই নয়, কোনো বই বা আমাদের ঠাকুরদাদের মুখে শোনা গল্পেও এমন কোনো কথার উল্লেখ পাওয়া যায়নি।’ এনডিটিভি।