ঢাকায় সিলেটের নাজিম হত্যার তদন্তই শেষ হচ্ছে না!
সিলেটের বিয়ানীবাজারের নাজিম উদ্দিন হত্যা মামলা এখনও তদন্তের পর্যায়ে রয়েছে। গত বছরের ৬ এপ্রিল রাতে পুরান ঢাকার ঋষিকেশ দাশ রোডে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমউদ্দিনকে হত্যা করে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সন্ধ্যাকালীন স্নাতকোত্তরের ছাত্র ছিলেন।মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও অনলাইন অ্যাকটিভিস্ট নাজিমউদ্দিন হত্যায় আনসার আল ইসলামের সাতজনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ।তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক বাহাউদ্দিন ফারুক বলেন, নাজিম হত্যায় আনসার আল ইসলামের রাশিদুন্নবী ভূইয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যায় সরাসরি পাঁচজন অংশ নেওয়াসহ বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। নাজিমউদ্দিনের ফুফাতো ভাই সাদেক আহমদ বলেন, এত দিনেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়া হতাশাজনক।