তাহিরপুরে গরু চুরি করে পালানোর সময় ৩ চোর আটক
তাহিরপুর উপজেলায় বালিজুরি ইউনিয়নের বালিজুরি পশ্চিম হাটি গ্রামের সুলেমান মিয়ার বাড়ি থেকে গরু চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঘটনাটি ঘটে। এ সময় তাদের কাছ থেকে ২টি গরু ও তাদের ব্যবহার করা একটি লেগুনা আটক করা হয়। আটককৃতরা হল সুনামগঞ্জ জেলা সদরের মল্লিকপুরের আব্দুল মান্নান এর ছেলে আলী আনোয়ার মিয়া( ২২), গোবিন্দপুরের মৃত আব্দুল আহাদের ছেলে সুজন মিয়া (২২) ও মৃত মাতু মিয়ার ছেলে ইয়াসিন মিয়া (২৪)।
এলাকাবাসী জানান, শুক্রবার সকালে ঝড়ের পর পরই উপজেলা বালিজুরি ইউনিয়নের বালিজুরি পশ্চিমহাটি গ্রামের সুলেমান মিয়া বাড়ি থেকে সবার চোখ ফাঁকি দিয়ে কৌশলে একটি বড় ষাঁড় ও একটি গাভী নিয়ে পালিয়ে তাহিরপুর-সুনামগঞ্জ সড়কে লেগুনায় তুলে সুনামগঞ্জের দিকে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করেন এলাকাবাসী। জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সঠিক উত্তর দিতে পারেনি। এ সময় গরুর মালিক সুলেমান মিয়া আসায় ২টি গরু সনাক্ত করায় উত্তেজিত জনতা তিন চোরকে গণধোলাই দিয়ে তাহিরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় গরুর মালিক সুলেমান মিয়া বাদি হয়ে তিনজন সহ অজ্ঞাত কয়েক জনকে আসামি করে তাহিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।