নদী খনন ও যথাসময়ে বাঁধের কাজ সম্পন্ন করার দাবি

তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের মহালিয়া ও জিনাইরা হাওর পাড়ের কৃষকদের সঙ্গে  “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও” আন্দোলন তাহিরপুর উপজেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়নের সুলেমানপুর বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন আন্দোলনের তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক ইকবাল হোসেন তালুকদার।এ সময় হাওরের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার,অধ্য ছায়দুল কিবরিয়া,সাবেক ইউপি চেয়ারম্যান মাশুক মিয়া,হারুন অর রশিদ,সিরাজুল ইসলাম,বশির আহমদ,এমদাদুল হক,শামমীম আহমেদ।আন্দোলনের যুগ্ম-আহবায়ক ছয়ফুল ইসলাম,সাঞ্জব উস্তার,এমদাদুল হুদা।সদস্য  শেখ কামাল পাশা,হুসাইন শরিফ বিপ্লব,তোফাজ্জাল হোসেন,মহালিয়া ও জিনাইরা হাওর পাড়ের কৃষক হাবুল মিয়া,ইউপি সদস্য মিয়া হোসেন,শাহজাহান,ফয়জুন নুর রহমান প্রমুখ।সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্দোলনের সদস্য সচিব গোলাম সারোয়ার লিটন।সভায় বক্তারা স্থানীয় পাটলাই ও পাইকরতলা এ দু,টি নদী খনন ও যথাসময়ে বাঁধের কাজ সম্পন্ন করার জোর দাবি জানান।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn