তাহিরপুর সীমান্তের মাদক চোরাকারবারী গ্রেফতার
তাহিরপুরে থানা পুলিশ সীমান্তের এক মাদক চোরাকারবারীকে রবিবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর নাম, বিল্লাল মিয়া।’ সে উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী বরগোপ টিলা (বারেকটিলা)’র মৃত আবদুল কাদিরের ছেলে। ’ পুলিশ জানায়, উপজেলার বাদাঘাটের মাদকের চালান নিয়ে আসার পথে রবিবার শিমুলতলা গ্রামের সড়ক থেকে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ বিল্লালকে আটক করে। পরবর্তীতে পুলিশ তার শরীর তল্লাশী করে কোমড়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ বোতল অফিসার্স চয়েজ মদ জব্দ করে।’ অভিযোগে রয়েছে , বিল্লাল আন্ত: উপজেলার গরু চোর হিসাবে কয়েকবার জনতা ও পুলিশ কতৃক ধৃত হয়ে জেল হাজতে ছিল।’ সম্প্রতি পেশা বদল করে বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের উওর মাথায় গলির মুখে এক ঔষধ ব্যবসায়ীর আর্শীবাদে দিবারাত্রী মামদ চোরাকারবারীদের নিয়ে প্রকাশ্যে ঔষধ ব্যবসায়ীর দোকানে আড্ডা জমিয়ে উল্টো থানা পুলিশের ওপর নজরধারী রেখে কামড়াবন্দ ও শিমুলতলা গ্রামের স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীদের নিকট কৌশলে বিল্লাল প্রায় এক বছরের অধিক সময় ধরে ভারতীয় মদ ও বিয়ার সরবরাহ করে আসছিলো।’ এ ব্যাপারে বাদাঘাট পুলিশ ফাঁড়ির এসএসআই পরিমল চন্দ্র দাস বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন।